রংপুর নগরীর দমদমা এলাকায় বাসের ধাক্কায় এক শ্রমিক লীগ নেতা নিহত হয়েছেন।
সোমবার দুপুরে দমদমা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনায় নিহত সবুজ মিয়া (৩০) রংপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বলে দলটির রংপুর মহানগর কমিটির আহ্বায়ক মনিরুল হক চৌধুরী মিল্টন জানিয়েছেন। সবুজ ৩২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মণপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত ) আজিজুল ইসলাম জানান, সবুজ দুপুর একটার দিকে দমদমা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। দমদমা ব্রীজ পার হওয়ার সঙ্গে সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে নিহত হন সবুজ। দলীয় নেতা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন