চট্টগ্রাম কাস্টমসের সিএন্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের দুই নেতার লাইসেন্স স্থগিত রাখার প্রতিবাদ করে তা ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনের সদস্যরা। এতে প্রায় দুই ঘন্টা কাজ বন্ধ রেখেছেন সংগঠনের সদস্যরা। এ ঘটনায় চট্টগ্রাম কাস্টমসে আমদানি-রফতানি সংক্রান্ত কোন ধরণের কাজ হয়নি। একই সাথে ৭২ ঘন্টার মধ্যে দাবি পুরণ না হলে অবস্থান ধর্মঘটের আল্টিমেটাম দেয়া হয়েছে।
আজ দুপুর ১টা থেকে সকল নেতারা কাস্টমস হাউসের সামনে নেতারা এসব দাবি তুলে বলে জানান সিএন্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি বলেন, দুই নেতাকে কারণ দর্শাও নোটিশ দেওয়া ও লাইসেন্স স্থগিত রাখার প্রতিবাদে সংগঠনের সদস্যরা আকস্মিকভাবে কর্মসূচি পালন করেছে। তারা আড়াইঘণ্টা কাজ বন্ধ রেখেছে। সমাবেশ থেকে ৭২ ঘণ্টার সময় দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়। তিনি বলে, আমাদের দাবি বিষয়গুলো সবাইকে বলার পরও ঝুলিয়ে রাখা হয়েছে। ফলে সংগঠনের সদস্যদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
জানা গেছে, সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক মো. মনজুরুল আলম ভূঁইয়ার লাইসেন্স স্থগিত ও সাধারণ সম্পাদক জাকির হোসেনকে কারণ দর্শাও নোটিশ দেয় কাস্টমস কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আগে গত ৫ এপ্রিলও দুইঘণ্টা কাজ বন্ধ রাখে ইউনিয়নের সদস্যরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার