চট্টগ্রাম নগরীতে ৫৭ হাজার টাকার জাল নোটসহ বিবি আছমা নদী (২৫) ও ফাতেমা বেগম (৩৫) নামের দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।
গত রবিবার রাতে সিটি গেইটের চেক পোস্টের সামনে সন্দেহজনকভাবে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় বলে জানান আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ।
তিনি বলেন, কোরবানির বাজারকে সামনে রেখে তিন নারী বাজারে জাল নোট সরবরাহের কাজ শুরু করেছিল। আটক দুইজনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তবে এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন