রাজধানীর বাড্ডায় এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় আসামি শিপনকে ছয় দিন রিমান্ডে নেওয়ার অনুমাতি দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ রিমান্ডের এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শওকত হোসেন আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই হরলাল মল্লিক সাংবাদিকদের জানান, রিমান্ড শুনানিতে আসামির পক্ষে কোন আইনজীবী ছিল না। পরে রাষ্ট্র পক্ষের শুনানি শেষে আসামি শিপনকে ছয় দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আসামি শিপন বাড্ডার আদর্শনগর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। তার বাবার নাম শামসুল হক। বাড়ী ভোলার লালমোহন থানার ভাঙ্গাপুল এলাকায়।
রিমান্ড শুনানিতে বলা হয়, ওই শিশুর বয়স তিন বছর নয় মাস। সে তার বাবা-মায়ের সঙ্গে রাজধানীর বাড্ডা থানা এলাকার আদর্শনগরের একটি বাড়িতে ভাড়া থাকত। ঘটনার আগে শিশুটি আসামি শিপনের ঘরের সামনে দিয়ে তার নিজের ঘরে ফিরছিল। এ সময় শিপন তাকে খাবারের লোভ দেখিয়ে টানাটানি করে ঘরে নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ করে।
তখন শিশুটি চিৎকার করা শুরু করলে শিপন তার গলা চেপে হত্যা করে। হত্যার পর শিশুটির লাশ বাসার টয়লেটে ফেলে দেয় আসামি শিপন। তাই এ মামলার রহস্য উদঘাটন ও অন্য আরো কোন ব্যাক্তি জড়িত আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য এই আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
মামলা সূত্রে জানা গেছে, টয়লেটের ভেতরে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। পরে শিপনকে আসামি করে বাড্ডা থানায় মামলা করেন নিহত শিশুটির বাবা।
বিডিপ্রতিদিন/ ৩১ জুলাই, ২০১৭/ ই জাহান