আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা(ডিইপিজেড) থেকে অবৈধভাবে পাচার কালে ঝুট বোঝাই ট্রাক থেকে কারখানার বিপুল পরিমাণ কাপড় উদ্ধার করেছে বেপজা কর্তৃপক্ষ। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে আশুলিয়ার রপ্তানী প্রক্রিয়াকরণ নতুন জোন এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। বেপজার সিকিউরিটি ইনর্চাজ সোয়েব উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতিদিন অসংখ্য ট্রাক, কাভার ভ্যান, পিকআপে করে প্রক্রিয়াকরণ এলাকা থেকে কারখানার মালামাল নিয়ে আসা যাওয়া করে। সেগুলো নিয়মিত ভাবে তল্লাশি করা হয়। এর আগেও তথ্য ছিল লাইসেন্স কৃত ব্যবসায়ীরা ঝুটের আড়ালে অবৈধভাবে কাপড় বা মূল্যবান জিনিসপত্র অবৈধভাবে পাচার করে নিয়ে যায়।
আজ বিকেলে নিয়মিত তল্লাশীর সময় একটি ট্রাক নজরে আসে। পরে ট্রাকটি তল্লাশী করে ঝুট কাপড়ের নিচে কারখানার বিপুল পরিমান অবৈধ কাপড় পাওয়া যায়। এসময় মালামাল গুলো উদ্ধার করা হয়। তবে কৌশলে ট্রাকের চালক পালিয়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে নতুন জোনের ইওএস কারখানার ঝুট এই ট্রাকে করে বের হচ্ছিল। আরও যাচাই বাছাই করে কে বা কারা এর সাথে সংশ্লিষ্ট সে সর্ম্পকে বলা যাবে। এছাড়া কারখানা ও লাইসেন্সধারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কাস্টমসের সহাকরী রাজস্ব কর্মকর্তা পরিতোষ কুমার হালদার বাংলাদেশ প্রতিদিনকে জানান, ইওএস টেক্সটাইল লিমিটেডের ৬৭০০কেজি কাপড় উদ্ধার করা হয়েছে। ঝুটের ট্রাকে অবৈধভাবে পাচার কালে উদ্ধার করা হয়। কাস্টমস বাদী হয়ে ঐ কারখানার বিরুদ্ধে অবৈধভাবে পণ্য পাচারের অভিযোগে মামলা দায়েরর প্রক্রিয়া চলছে। এছাড়া জরিমানান বাবদ এক লাখ টাকা প্রদান করতে হবে। পাশাপাশি কাপড়ের সর্বোচ্চ মূল্যও পরিশোধ করতে হবে।
এদিকে আলিফ এন্টারপ্রাইজের বিরুদ্ধে বেপজা কর্তৃপক্ষ লাইন্সেস বাতিলের ব্যবস্থা নেয়ার সম্ভভনা রয়েছে। তবে বিষয়টি বেজপার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।
ইওএস টেক্সটাইল লিমিটেড এর কারখানার মহাব্যবস্থাপক জেনেডিগ বাংলাদেশ প্রতিদিনকে বলেন আলিফ এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে কারখানার ঝুট নেয়। আজকেও কারখানা থেকে একটি ট্রাকে করে ঝুট নিয়ে যায়। তবে ঝুটের ভিতর কাপর নিয়ে যাওয়ার বিষয়টি বেপজার কাছে ধরা পরে।
এব্যাপারে আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন কারখানার কাপড় পাচার ঘটনার যেই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/ ৩১ জুলাই, ২০১৭/ ই জাহান