গাইবান্ধার জোড়া লাগা জমজ শিশু তোফা ও তহুরাকে আলাদা করতে শুরু হয়েছে অস্ত্রোপচার। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ অস্ত্রোপচার শুরু হয়।
জোড়া লাগা এই শিশু দুটির হাত-পা-মাথা সবকিছুই আলাদা কিন্তু পায়ুপথ একটি। বাংলাদেশে এই প্রথম এ ধরনের অস্ত্রোপচার হচ্ছে।
শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহিনুর ইসলাম বলেন, এটি খুব ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার; কিন্তু আমরা আশাবাদী। অস্ত্রোপচার শেষ হতে চার-পাঁচ ঘণ্টা সময় লেগে যাবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন