শোকের মাস আগস্টের প্রথম প্রহরে ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় আলোক প্রজ্বলন করেছে বরিশাল জেলা আওয়ামী লীগ। সোমবার দিবাগত রাত ১২টা ১মিনিটে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় সংলগ্ন বিবির পুুকুর পাড়ের রেলিংয়ে মোমবাতি প্রজ্বলন করেন তারা। পরে তারা এক মিনিট নিরবতা পালন করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী ও অ্যাডভোকেট আব্দুর রশিদ খান, যুগ্ম সাধারণ হেমায়েত উদ্দিন হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দিন সুরুজ, সহ-দপ্তর দম্পাদক কাইয়ুম খান কাওছার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার