সাভারে ডিবি পুলিশ পরিচয়ে বাসা থেকে ডেকে এনে এবং ঘুমন্ত অবস্থায় ঘরের সিঁধ কেটে দুই জনকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাভার মডেল থানায় পৃথক দুই সাধারণ ডায়েরি করেছে পরিবারের সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাতে সাভারের হেমায়েতপুর যাদুরচর ও বনগ্রাম এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন শরিয়তপুর জেলার জাজিরা থানার পশ্চিম হকপাড়া গ্রামের মৃত কানাই মাতুব্বরের ছেলে আনোয়ার হোসেন (৩৮) ও সাভারের বনগ্রাম এলাকার মো. রেজিমুদ্দিনের ছেলে হানিফ পালোয়ান।
আনোয়ার সাভারের যাচুরচর এলাকার শাবু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। একটি গাড়ির গ্যারেজ পরিচালনা করতেন তিনি। আর হানিফ পালোয়ান পেশায় কৃষক।
হানিফের মা কান্নাজড়িত কণ্ঠে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাতে ঘরে ঘুমিয়ে ছিল। সকালে উঠে দেখি ঘরের দরজা খোলা এবং পিছন দিয়ে সিঁধ কাটা। রাতে কোনো একসময় আমার ছেলেকে তুলে নিয়ে গেছে। রমিজ উদ্দিন, জমির উদ্দিন, কাজিমুদ্দিন, নাজিমুদ্দিনদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগেও তারা আমার ছেলেকে দুই বার মেরেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করে কোনো লাভ হয়নি। মামলা তুলে না নিলে আমার ছেলেকে গুম করে ফেলারও হুমকি দিয়েছিল।
অপহৃত আনোয়ারের বড় ভাই আলী হোসেন বলেন, ভাই রাতে বাসায় ছিল। রাত সাড়ে ৮টার দিকে কে বা কারা তাকে ফোন করে গাড়ির কাজ করাবে বলে গ্যারেজে ডেকে নিয়ে যায়। সেখান থেকেই কয়েকজন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে নীল রংয়ের একটি মাইক্রোবাসে আনোয়ারকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় আমরা ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের কার্যালয়, সাভার মডেল থানাসহ বিভিন্ন পুলিশ ফাঁড়িতে খোঁজ করেছিলাম। সন্ধান না পেয়ে একটি সাধারণ ডায়েরি করেছি। তাকে খুঁজে পাওয়ার জন্য প্রধানমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীনুল কাদির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অভিযোগ পেয়েছি। যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন এলাকার চেকপোস্ট বসানো হয়েছে ।
বিডি প্রতিদিন/১ আগস্ট, ২০১৭/ফারজানা