গাইবান্ধার সুন্দরগঞ্জের দশ মাস বয়সী জোড়া শিশু তৌফা ও তহুরাকে দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেলের শিশু সার্জারি অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলী এ তথ্য জানান।
তিনি আরও বলেন, বাচ্চা দুটিকে সিপারেট করা হয়েছে। তবে এখনো অপারেশন শেষ হয়নি। শেষ হতে আরো ২-৩ ঘণ্টা সময় লাগবে। বাচ্চা দুটি ভালো আছে।
এর আগে, মঙ্গলবার সকাল ৮টার দিকে অস্ত্রোপচারের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার সাহনুর ইসলামের নেতৃত্বে শিশু দুটিকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়।
শিশু দুটির অস্ত্রোপচারের জন্য শিশু সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, রেডিওলজি (আল্টাসাউন্ড) ও প্লাস্টিক সার্জারিসহ আরও বেশ কয়েকটি বিভাগের চিকিৎসকের সমন্বয়ে ১৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার সাহনুর নিজেই এবং এই বোর্ডের মোট সদস্য সংখ্যা ৩০ জন।
প্রসঙ্গত, গত বছরের ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন ইউনিয়নের কৃষক রাজু মিয়া ও তার স্ত্রী শাহিদা বেগমের যমজ সন্তানের জন্ম হয় জোড়া লাগানো শরীর নিয়ে। তোফা আর তহুরার পিঠের দিক থেকে কোমরের নিচ পর্যন্ত মেরুদণ্ডের হাড় সংযুক্ত ছিল। মাথা-হাত-পা আলাদা হলেও তাদের মলদ্বার ছিল একটি।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৭/মাহবুব