চট্টগ্রামে দীর্ঘ ১৬ বছর আগে অস্ত্র কেনাবেচার সময় গ্রেফতার হওয়া দু'জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এরা হলেন অস্ত্র ক্রেতা বাকলিয়ার সৈয়দ শাহ রোডের বাসিন্দা আবু সৈয়দ ও অস্ত্র বিক্রেতা কক্সবাজারের মহেশখালীর নুর আলী।
বর্তমানে এ মামলার দুই আসামিই পলাতক আছেন। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় জন নিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা বেগম এই রায় দিয়েছেন বলে জানান ট্রাব্যুনালের বিভাগীয় বিশেষ পিপি জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ২০০১ সালের ১৭ জানুয়ারি রাত সোয়া আটটায় নগরীর বহদ্দারহাটের পুলিশ বক্সের সামনে মদিনা হোটেলে অস্ত্র কেনাবেচা করতে এসেছিলেন ওই দু'জন। হোটেলের মহিলা কেবিনে বসে তারা অস্ত্র কেনাবেচা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে উপস্থিত হলে তারা পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়। অস্ত্রটি একটি ব্যাগের ভেতর ছিল। ওইদিনই পুলিশ মামলা দায়ের করে। একই বছরের ২৭ মে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় অভিযোগপত্র দাখিলের পর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। তবে অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ পাঁচজনকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করেন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/১ আগস্ট ২০১৭/হিমেল