দীর্ঘদিন ধরেই কমিটি নেই স্বেচ্ছাসেবকলীগ চট্টগ্রাম নগরের (উত্তর ও দক্ষিণ) পৃথক সাংগঠনিক কমিটির। একটিতে সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হলেও নেই পূর্ণাঙ্গ কমিটি। নেতৃত্ব শূন্যতায় ভূগছে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ।
নগরের আহ্বায়ক কমিটি দিয়েই চলছে দীর্ঘবছর ও উত্তর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে চলছে সংগঠনের কার্যক্রমগুলো। দক্ষিণ জেলার কমিটি হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি দীর্ঘ এক বছরেও। কমিটি না থাকায় নামে মাত্র জেলার শীর্ষ নেতাদের নিয়ে গত বৃহস্পতিবার এ সংগঠনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে সাংগঠনিক কমিটির নেতৃত্ব শূন্যতার দৃশ্যও দেখা গেছে লক্ষণীয়।
তাছাড়া কয়েক বছর ধরেই কমিটি না হওয়ায় হতাশায় দিন গুণছেন তৃণমূলের নেতারা। সবমিলিয়ে চট্টগ্রামে স্বেচ্ছাসেবকলীগের নেতৃত্ব শূন্যতার কারণে নতুন নেতা-কর্মী তৈরি করতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান দলের ত্যাগী অনেক নেতা-কর্মী।
চট্টগ্রাম উত্তর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনোয়ার আজম বলেন, কমিটি করার জন্য সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। দ্রুত কমিটি করতে ইতিমধ্যে কাজও শুরু করা হয়েছে। তাছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় নেতা ও জেলার আওয়ামী লীগসহ তৃণমূলের নেতারা উপস্থিত ছিলেন।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের বলেন, পূর্ণাঙ্গ কমিটি না থাকলেও নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে। চলতি মাস শোকের হওয়ায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হচ্ছে না। তবে সেপ্টেম্বরের ভিতরেই কমিটি ঘোষণা হবে বলে জানান তিনি।
দলীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগর কমিটির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি কার্যত স্থবির হয়ে পড়েছে। এ কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয় ও আহ্বায়ক কমিটির নেতাদের কোন ধরণের তৎপরতাও নেই। এ অবস্থায় তিন মাসের আহ্বায়ক কমিটি বর্তমানে পাড় করেছে ১৫ বছর ৮ মাসে। ২১ সদস্যের এ কমিটিতে কয়েকজন ছাড়া সবাই রয়েছেন নিস্ত্রিয়। দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি এক বছরেও। উত্তরে সম্মেলন প্রস্তুতি কমিটিতেই সীমাবদ্ধ রয়েছে। সবমিলে দেখা দিয়েছে কমিটিগুলোর নানান জটিলতাও। তাছাড়া নগর কমিটি গঠনের ব্যাপারে কোনো ধরণের উদ্যোগ না থাকায় নগরীর ওয়ার্ড-থানা কমিটি নেই দীর্ঘবছরেও। একইভাবে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা কমিটির অবস্থা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এতে দ্রুত কমিটি গঠন হলে সাংগঠনিক তৎপরতা ও নেতৃত্ব তৈরি করার সুযোগ সৃষ্টি হবে বলে জানান তৃণমূলের একাধিক নেতা-কর্মী।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের প্রতিষ্ঠার ২৩ বছরে চট্টগ্রামে নগর, উত্তর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। মুসলিম হলে নগর কমিটি বিকালে কেট কেটে উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। উত্তরে কেক কাটেন জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালাম। এসময় ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মফিজুর রহমান, উত্তর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনোয়ার আজমসহ জেলার নেতারা। দক্ষিণের জেলায়ও একইভাবে কেট কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন বলে জানান সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/০১ আগস্ট ২০১৭/এনায়েত করিম