খুলনা-৫ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের বিতরণ করা ছাগলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করায় এক সাংবাদিককে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় খুলনায় আব্দুল লতিফ মোড়ল নামের ওই সাংবাদিককে আটক করা হয়। মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। তিনি খুলনার স্থানীয় দৈনিক প্রবাহের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বাংলাদেশ প্রতিদিনকে জানান, খুলনা-৫ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের ছবি দিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে তার মানহানি করা হয়েছে। সুব্রত ফৌজদার নামের এক ব্যক্তি সোমবার রাতে লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করলে ওই রাতেই তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, এফসিডিআই প্রকল্পের আওতায় নারায়ন চন্দ্র চন্দ ডুমুরিয়ায় দরিদ্রদের মাঝে ছাগল বিতরণ করেন। বিতরণ করা ছাগল মারা যাওয়ার খবর ফেসবুকে শেয়ার করেছিলেন আব্দুল লতিফ। মঙ্গলবার খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (খ অঞ্চল) জামিনের আবেদন করলে বিচারক নুসরত জাবিন বুধবার শুনানীর দিন ধার্য করেন।
এদিকে আব্দুল লতিফের মেয়ে মেহনাজ রেজা মীম্মা পুলিশের বিরুদ্ধে অশোভন আচরনের অভিযোগ করেছেন। তিনি বলেন, রাতে পুলিশ বাড়ির দেওয়াল টপকে ভেতরে ঢোকে। এতে পরিবারের সবাই আতংকিত হয়ে পড়েন। গ্রেফতারের পর রাতে ও সকালে থানায় দেখা করতে গেলেও পুলিশ তাদের সাথে খারাপ ব্যবহার করে।
আসামি পক্ষের আইনজীবী মোঃ মতিয়ার রহমান জানান, অপরাধের সত্যতা প্রমাণের জন্য যে নথিপত্র উপস্থাপন করা হয়েছে তা পর্যাপ্ত নয়। তারপরও এটি একটা স্পর্শকাতর মামলা। জামিন শুনানীর পর পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/১ আগস্ট ২০১৭/হিমেল