৮৩ লক্ষ ৪২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের ফেনীর সাবেক নির্বাহী প্রকৌশলী শাহ আলমকে গ্রেফতার করেছে দুদক কুমিল্লা। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুদক কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহ আলমের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে দুদক কুমিল্লার উপ-পরিচালক মোঃ নুরুল হুদা গত ২৪ জুলাই কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
আগামীকাল বুধবার অভিযুক্ত শাহ আলমকে আদালতে হাজির করা হবে। শাহ আলম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কৈতবা গ্রামের শামছুল হকের ছেলে। অবসরপ্রাপ্ত শাহ আলম মহানগরীর তোয়া হাউজিং এ পরিবার নিয়ে বসবাস করছেন।
বিডি প্রতিদিন/১ আগস্ট ২০১৭/হিমেল