ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে রাজশাহীর তানোর উপজেলায় শরীফ উদ্দিন মুন্সী (৩০) নামে যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌবাড়িয়া-মাদারীপুর সড়ক থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
শরীফ উদ্দিন মুন্সী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি তানোর উপজেলার মালশিরা গ্রামের আব্দুর রহমান ছেলে।
শরীফ উদ্দিন মুন্সী নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। এছাড়া দুই মন্ত্রী ও স্থানীয় এমপি সম্পর্কে কটূক্তি করা হয়। এ ঘটনায় তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো বাদী হয়ে মঙ্গলবার সকালে তানোর থানায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন। এ মামলার ভিত্তিতে সন্ধ্যায় শরীফ উদ্দিন মুন্সীকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার এসআই রায়হান আলী।
বিডি প্রতিদিন/২ আগস্ট ২০১৭/হিমেল