চট্টগ্রামে বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। আজ সকাল ৬টার দিকে নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার টাইংখালীর মনু মিয়ার ছেলে খন্দকার মোক্তাক মিয়া (২৫) ও পটিয়ার শান্তিরহাট এলাকার মীর আহমেদ সওদাগর বাড়ির মো. ইসহাকের ছেলে মোরশেদ আলম (২৩)।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার এসআই মো. মহিউদ্দিন জানান, তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/২ আগস্ট ২০১৭/হিমেল