ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বিএনপি নেতাদের টুইটার, ফেসবুকে আন্দোলনের হুমকি প্রসঙ্গে বলেছেন, আপনারা ডিজিটাল আন্দোলনের হুমকি ছেড়ে রাজপথে আসুন, ছাত্রলীগই যথেষ্ট। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনকের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা।
এসময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর একটি রায় নিয়ে বিএনপির নেতারা আজকে লাফালাফি করছে। তারা আবার অবৈভাবে ক্ষমতায় যাওয়ার একটি স্বপ্নে বিভোড় হয়ে পড়েছে। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হবে না। দেশের ছাত্র সমাজ রুখে দাঁড়াবে। সংবিধানের রায়ের পর্যবেক্ষণ নিয়ে কথা বলেন জাকির হোসাইন।
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট, ২০১৭/ওয়াসিফ