রাজধানীর বিমানবন্দর কসাইবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন। তার পরনে ছিলো সাদা শার্ট ও লুঙ্গি।
বৃহস্পতিবার সকালে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মালবাহী একটি বড় কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি আহত হয়ে রাস্তায় পড়েছিলেন। পথে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট, ২০১৭/মাহবুব