চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই ও উত্তর আমিরাত কর্তৃক শিক্ষা সহায়তা কর্মসূচি-১ এর আওতায় চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্ন্তভুক্ত ৩৪টি মাধ্যমিক স্কুলে বঙ্গবন্ধুর কারাবাসের উপর প্রকাশিত ঐতিহাসিক গ্রন্থ "কারাগারের রোজনামচা" ও খাতা প্রদান করা হবে।
আগামী রবিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বই ও খাতা আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই ও উত্তর আমিরাতের অন্যতম পৃষ্ঠপোষক আহম্মেদ আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেমউদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
অনুষ্ঠানে স্ব স্ব স্কুলের প্রধান শিক্ষককে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে প্রধান শিক্ষক মনোনীত যে কেউ কর্তৃপক্ষের চিঠিসহ অনুষ্ঠানে গেলে তাকে বই ও খাতা বুঝিয়ে দেওয়া হবে।
সুপারিশকৃত স্কুলগুলো হলো সাতকানিয়া মডেল হাইস্কুল, সাতকানিয়া গার্লস হাই স্কুল, লোহাগাড়া উপজেলার এয়াকুব বজলুর রহমান উচ্চ বিদ্যালয়, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়, পদুয়া এসি হাই স্কুল, উজিরভিটা হাই স্কুল, গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়, চন্দনাইশ উপজেলার বরকল এস জেড হাই স্কুল, জোয়ারা হাই স্কুল, ফাতেমা জিন্না হাই স্কুল, কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয়, পশ্চিম এলাহাবাদ মাদ্রাসা, কাঞ্চনাবাদ হাই স্কুল, আনোয়ারা উপজেলার রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ভক্তিয়াপাড়া চারপীড় আউলিয়া উচ্চ বিদ্যালয়, পটিয়া উপজেলার বারৈকাড়া উচ্চ বিদ্যালয়, জিরি খলিল মীর উচ্চ বিদ্যালয়, মোজ্জাফরাবাদ উচ্চ বিদ্যালয়, হাইদগাঁও উচ্চ বিদ্যালয়, দক্ষিণভূর্ষি হাই স্কুল, কর্ণফুলি উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়, কালারপোল হাজী ওমরা মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়, বোয়ালখালী উপজেলার জৈষ্ঠপুরা রমনীমোহন উচ্চ বিদ্যালয়, পূর্ব কদুরখীল উচ্চ বিদ্যালয়, গাউছিয়া হক ভান্ডারী ইসলামী ইন্সটিটিউট, পশ্চিম গোমডন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, চরনদ্বীপ উচ্চ বিদ্যালয়, হাওলা কুতুবিয়া মাদ্রাসা, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়, কদুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়, বাঁশখালী উপজেলার বাহারছরা রত্নপুর উচ্চ বিদ্যালয়, রায়চটা প্রেমাসিয়া উচ্চ বিদ্যালয়, নাপোড়া শেখের খিল উচ্চ বিদ্যালয়, নাটপুরা পুকুরিয়া উচ্চ বিদ্যালয়।
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট, ২০১৭/মাহবুব