চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকায় গলায় ফাঁস লাগিয়ে নিজ বাসায় আয়েশা আক্তার (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আয়েশা ফরিদপুরের ভাঙা উপজেলার পশ্চিম সদর এলাকার আলী হোসেন টিটুর মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বন্দর এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় তরুণীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই তরুণী নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে তার পরিবার জানিয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন