চট্টগ্রাম মহানগরীর দুই নং গেইট এলাকায় ট্রাফিক পুলিশের থামার নির্দেশ অমান্য করে পালানোর সময় একটি বেসরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সানোয়ারা ইয়াসমিন তিন্নিকে চাপা দিয়ে মেরেছে একটি বাস।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় ঘটে। নিহত তিন্নি নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদ তুলাতলী এলাকার আবু আহমেদের মেয়ে। এ ঘটনার পর জনতার সহায়তায় গাড়ি আটক করা গেলেও চালক পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী উজ্জল দত্ত বলেন, ‘দুপুরে বহদ্দারহাটমুখী একটি ১০ নম্বর রুটের একটি বাসকে দুই নম্বর গেইট মোড়ে সেটিকে থামার সংকেত দেন একজন ট্রাফিক পুলিশ সদস্য। চালক নির্দেশ অমান্য করে এগিয়ে যায়। এ সময় ট্রাফিক পুলিশের ওই সদস্য আবারও বাসটি থামানোর চেষ্টা করলে তখন চালক বাম দিকে মোড় নিয়ে পালানোর চেষ্টা করে। বাসটির বেপরোয়া গতি দেখে দুই নম্বর গেইট মোড়ে দাঁড়িয়ে থাকা পথচারীদের মধ্যে ওই স্কুলছাত্রী দৌঁড়ে সরে যাওয়ার চেষ্টা করে। এসময় বাসটি আবার ডানে সরে এগিয়ে যেতে চাইলে দৌড় দেওয়া ছাত্রীটি বাসের নিচে চাপা পড়েন।’
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘নবম শ্রেণির এক ছাত্রী বাস চাপায় মারা গেছেন। পথচারীদের সহায়তায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। চালককে ধরতে চেষ্টা চলছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন