রাজধানীর মোহাম্মদপুরে লেগুনার ধাক্কায় দিনমজুর বয়াতী (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে টিক্কাপাড়া এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর অবস্থায় পথচারী রোমান তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২৫ আগস্ট ২০১৭/আরাফাত