রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় বদর আজিমউদ্দিন (৫৩) নামে আওয়ামী লীগের এক কর্মীকে ছুরি মেরে আহত করা হয়েছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে নিজ বাসা এলাকায় এ হামলার শিকার হন তিনি।
আহত আজিমউদ্দিন রাজধানীর যাত্রাবাড়ী শনিরআখড়ার পূর্ব শেখদি, স্কুল রোডের বাসিন্দা। তিনি ২০০৪ সালের ২১ অাগস্ট গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে হাতে, পায়ে, মুখে, বুকে ও পিঠে আঘাত করেছে।
আজিমউদ্দিনের স্ত্রী জান্নাতুল নাহার জানান, তার স্বামী আওয়ামী লীগের একজন কর্মী। ২১ আগস্ট তিনি গ্রেনেড হামলায় আহত হন। তার দেহে এখনও বেশ কিছু স্পিন্টার রয়ে গেছে। এ জন্য চিকিৎসাও চলছে। শুক্রবার ভোরে গ্রেনেড হামলা দিবস পালনে চাঁদপুর হাইমচরে এক অনুষ্ঠানে যোগ দিতেই তিনি বাসা থেকে বের হন। তখনই দুর্বৃত্তরা আক্রমণ করে। তিনি আক্রমণকারীদের চিনতে পরেছেন।
বিডি প্রতিদিন/২৫ আগস্ট ২০১৭/এনায়েত করিম