গাজীপুরের শ্রীপুর উপজেলায় রঙ্গিলাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মঞ্জুর মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুর নেত্রকোনার দূর্গাপুর থানার বনগ্রাম এলাকার মৃত ফিরোজ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, রঙ্গিলাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহসড়ক পারাপার হওয়ার সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস মঞ্জুরকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২৫ আগস্ট ২০১৭/এনায়েত করিম