চট্টগ্রামে ৭০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। এসময় ফেনসিডিল বহনে ব্যবহৃত একটি বাসও জব্দ করা হয়।
আজ শুক্রবার সকালে অভিযান চালিয়ে নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন- মো. ফারুক (২৮) ও মো. শাহজাহান (৩৭)।
র্যাব-৭ এর জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। এসময় সেখানে ৭০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে বাসের মধ্যে থাকা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/২৫ আগস্ট ২০১৭/এনায়েত করিম