সাভারে রানা প্লাজা ধসের ৫২ মাস পূর্তিতে ঈদের আগে শ্রমিক হয়রানি, ছাঁটাই ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার দুপুরে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির ব্যানারে সাভারে ধসে পরা রানা প্লাজার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।
মানববন্ধনে ঈদের এক সপ্তাহ আগেই সকল কারখানার বেতন বোনাস পরিশোধসহ ঈদে ঘরমুখো শ্রমিকদের জন্য বিশেষ যাতায়াত ব্যবস্থা করার দাবি জানানো হয়। এছাড়া রানা প্লাজা ধসের ৫২ মাস অতিবাহিত হলেও এখনো দোষীদের শাস্তি হয়নি। অবিলম্বে দোষীদের শাস্তি এবং ক্ষতিপুরণের আইন বদলের আহবান জানান নেতৃবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, প্রতি বছর ঈদ আসলেই শ্রমিকদের মধ্যে শঙ্কা কাজ করে। ঈদের ঠিক আগ মুহূর্তে অনেক কারখানাতেই ওভারটাইম, বকেয়া বেতন, বোনাস পরিশোধ নিয়ে টালবাহানা শুরু হয়। এবার ঈদুল আজহায় যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য মালিক ও সরকারের দৃষ্টি আকর্ষন করেন তারা।
রানা প্লাজা শাখার সাধারণ সম্পাদক আলম মাতব্বরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির তাসলিমা আখতার, দপ্তর সম্পাদক দীপক রায়, সমাজ কল্যাণ সম্পাদক প্রদীপ রায়, নিহত ফজলে রাব্বীর মা রাহেলা খাতুন, আহত শ্রমিক রূপালী আক্তার, কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম এবং বাবুল হুসেইন।
বিডি প্রতিদিন/২৫ আগস্ট ২০১৭/হিমেল