চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম বুড়িশ্চর গ্রামের তেতুলতলা থেকে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ আবু সালেক (৩০) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।
গত মঙ্গলবার গভীর রাতে তাকে আটক করা হয়। আবু সালেক একই উপজেলার কুয়াইশ বুড়িশ্চর গ্রামের আবুল হাশেমের ছেলে। নগরীর বাদুরতলা জঙ্গী শাহ মাজার গেইট এলাকায় তিনি থাকতেন।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারীর বুড়িশ্চর গ্রামের তেতুলতলার একটি দোকানে অভিযানকালে পালিয়ে যাওয়ার সময় আবু সালেক নামে এক যুবককে আটক করা হয়। পরে শরীরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি ৯ মি. মি. বিদেশি পিস্তল (জাপান), ১ রাউন্ড গুলি (৯ মি.মি.) ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন