রাজধানীর বনানীতে গ্রীন ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানির ১৭ তলা ভবনের ১০ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টা ৪২ মিনিটে ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর পলাশ মদক।
তিনি আরও জানান, আগুন লাগার অল্প কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তেজগাঁও ও গুলশান ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট। এখন কিছুটা ধোঁয়া রয়েছে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ