ময়মনসিংহ নগরীর কেওয়াটখালীর গ্রিডে বিপর্যয় দেখা দিয়েছে। বুধবার দিবাগত রাত ১১টার দিকে দু’টি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। ফলে নগরীর বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
এ ব্যাপারে ময়মনসিংহ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (দক্ষিণ) নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান জানান, কেওয়াটখালী গ্রিড থেকে নগরীতে ১৪১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। রাতে হঠাৎ করেই গ্রিডের দু’টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে। শিগগির ট্রান্সফরমার দু’টি সচল হবে।
এদিকে, ট্রান্সফরমার দু’টি বিকল হয়ে পড়ায় অন্ধকার নেমে এসেছে নগরীর বিভিন্ন এলাকায়। দুঃসহ গরমে ঘরের ভেতরে টেকা দায় হয়ে উঠেছে। বৃদ্ধ ও শিশুরা গরমে সবচেয়ে বেশি কষ্টের মুখে পড়েছেন। বৃষ্টি হওয়ায় বাইরেও কেউ বের হতে পারছেন না। ফলে নগরীর বাসিন্দাদের ভোগান্তি চরমে উঠেছে।
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ