জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র মোহাম্মদ রুকুনুজ্জামান রুকনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে শ্রীমঙ্গল থেকে উদ্ধারের পর প্রথমে জেলার পুলিশ সুপার কার্যালয়ে এবং পরে তাকে ঢাকায় আনা হয়।
জানা গেছে, রাতে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর মেয়র রুকুনুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।
এ্রর আগে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম রোডের বাসা থেকে স্থানীয় পার্কে হাঁটতে যাচ্ছেন বলে বেরিয়ে যান তিনি। এর পর থেকে তার খোঁজ মেলেনি। সঙ্গে থাকা তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায় বলে সেসময় পারিবারিক সূত্র জানায়।
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব