প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ঢাকা-৫ আসনে দুস্থ ও অসহায় এতিম পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। বৃহস্পতিবার দুপুরে এ খাবার বিতরণ করা হয়।
এর আগে, প্রধানমন্ত্রীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় ডেমরার কোনাপাড়ায় জামে মসজিদে বেলা ১১টায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে প্রধানমন্ত্রীর মঙ্গল ও দীঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করাহ হয়।
এতে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, যাত্রাবাড়ী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খন্দকার, যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন নীরু, আওয়ামী লীগ নেতা কৌশিক আহমেদ জসিম, এনামুল ইসলাম এনামসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও এমপি হাবিবুর রহমান মেল্লার নির্দেশে নিবাচনী এলাকা ঢাকা-৫ এর প্রতিটি মসজিদ ও মন্দিরে ১০ মিনিট প্রার্থনা করা হয়। এসময় স্ব স্ব এলাকার নেতাকর্মীরা মসজিদে মসজিদে তবারক বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব