চট্টগ্রামের মিরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝর্ণায় ঘুরতে গিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও মিরসরাইর ইউনিটের দু’টি টিম কাজ শুরু করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অফিসার মো. ইফতেখার বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটানাস্থলে পৌঁছেছে। তবে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তাছাড়া ওই শিক্ষার্থী পানিতে ডুবেছে কিনা বা অন্য কোথাও পড়ে গিয়েছে কিনা সেই বিষয়ে খোঁজ নিচ্ছি।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন