সকাল থেকে হঠাৎ করে রাজধানীতে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। ফলে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীরাও পড়েছেন চরম বিপাকে।
পরিবহন সংকটে বেশির ভাগ মানুষকে পায়ে হেটেই গন্তব্যস্থলের দিকে ছুটতে দেখা গেছে। অনেকে আবার রিক্সা বা সিএনজি’র উপর ভরসা করেছেন। তবে এই সুযোগে রিক্সা-সিএনজি ভাড়াও বেড়েছে দেড় থেকে দুইগুন।
সপ্তাহের প্রথম দিনে হঠাৎ পরিবহনের সংকটে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ রাজধানীতে বিএনপির সমাবেশকে দায়ী করেছেন। তবে এর সঠিক কোন কারণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৭/হিমেল