স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৩ লাখ কিলোমিটার এবং সড়ক ও জনপদ বিভাগের ৪১ হাজার কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এ বছর অতি বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এ বছরের মতো কোনো বছরই এতো বেশি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়নি। প্রধানমন্ত্রীর দফতর ও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলে আমরা অতি দ্রুত সংস্কার কাজ শুরু করে দেবো।
জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে রবিবার অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে জাসদের নাজমুল হক প্রধানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা আরো বলেন, সুপেয় পানি পাওয়া মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার মানুষকে দিতে হবে। সেই অনুযায়ী সরকার উদ্যোগ নিয়েছে। পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া নিয়ে কাজ করা হচ্ছে। নিরাপদ সুপেয় পানির জন্য একটি বছর সময় দিতে হবে।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৭/মাহবুব