রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে দেখতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে তার সুচিকিৎসার নির্দেশ দেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য গোলাম কবির রাব্বানী চিনু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে, উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে রবিবার বিকাল তিনটায় এম এ আজিজ স্টেডিয়াম থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়।
পরে এবিএম মহিউদ্দিনকে দেখতে হাসপাতালে যান বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৭/মাহবুব