রবিবার সোরয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকাগামী বিভিন্ন যাত্রীবাহী পরিবহনে গভীর রাত থেকে তল্লাশি চালিয়েছে টঙ্গী থানা পুলিশ। এসময় আটজনকে আটক করে পুলিশ।
একদিকে যানবাহন সংকট অপরদিকে দূর-দুরান্ত থেকে আসা সাধারণ যাত্রীসহ স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
জানা যায়, পুলিশের ঊধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রবিবার গভীর রাত থেকে টঙ্গীর গাজীপুরা বাস ষ্টেশন, কামারপাড়া রোড, নিমতলী রেলগেইট, ষ্টেশনরোডসহ আব্দুল্লাহপুরসহ বিভিন্ন স্পটে গাড়ি থামিয়ে ও পথরোধ করে তল্লাশী চালায় পুলিশ।
এতে চাকুরীজিবী সাধারণ যাত্রীসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়।
এব্যাপারে থানার ওসি ফিরোজ তালুকদারের সাথে যোগাযোগ করলে ৮জন আটকের বিষয়টি নিশ্চিত করেন।
বিডিপ্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৭/ ই জাহান