রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চা যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
বামমোর্চার সমন্বয়ক অধ্যক্ষ আকমো মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ,কে আজাদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক অধ্যাপক আব্দুস ছাত্তার, বাসদ জেলা সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তী, গণফোরাম জেলা সভাপতি অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রংপুরের ঠাকুরপাড়া হিন্দু সম্প্রদায়ের উপর হামলার মতো ঘটনা দেশে আগেও হয়েছে। অতীতে এ ধরনের হামলার বিচার হয়নি। যার কারণে দেশে এ ধরণের ঘটনা ঘটেই চলছে। এটা সরকারের ব্যর্থতা। তাই এ ধরনের ঘটনা প্রতিরোধে সকলস্থরের মানুষকে এগিয়ে আসা উচিত।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন