ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ম্যানেজার নিরাপত্তার রুম থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় দুই কেজি স্বর্ণ উদ্ধার করেছে। উদ্বারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৯১ লাখ ৫০ হাজার টাকা। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার শাহেদ আহমেদ।
উপ-কমিশনার শাহেদ আহমেদ বলেন, বাংলাদেশ বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক (নিরাপত্তা) শামসুল আজাদ ঢাকা কাস্টমসকে জানান, বাংলাদেশ বিমানের ম্যানেজার নিরাপত্তার রুমে কিছু থাকতে পারে। এ তথ্যের ভিত্তিতে একটি টিম নিয়ে বাংলাদেশ বিমানের ম্যানেজার নিরাপত্তার রুমে তল্লাশি করে। তল্লাশিকালে রুম থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৮৩০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার