শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ১৩৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। জব্দকৃত পণ্যের শুল্ককরসহ মূল্য প্রায় ৮ লাখ ২৮ হাজার টাকা। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।
ড. মইনুল খান জানান, শারজাহ থেকে শাহজালালে অবতরণ করেন কুমিল্লার ফখরুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। যাত্রী ৫নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সঙ্গে থাকা দুটি লাগেজ খুলে আমদানি নিষিদ্ধ ১৩৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
মইনুল খান আরও জানান, জব্দকৃত পণ্যের শুল্ককরসহ মূল্য প্রায় ৮ লাখ ২৮ হাজার টাকা। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার