ঢাকার ধামরাইয়ে রবিবার রাতে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- ধামরাই উপজেলার মহিষাশী গ্রামের আব্দুল রশিদের ছেলে মো. কানন আহম্মদ (২৫) ও মোতালেব (৪০)।
কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিক্তিতে রাতে জালসা এলাকা থেকে ১০৫ পিস ইয়াবাসহ কানন ও মোতালেবকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার