রাজধানীর শ্যামপুরে ট্রাকের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার হাসনাবাদ গ্রামের দেলদার হোসেনের ছেলে। তিনি শ্যামপুর ঢাকা ম্যাস এলাকায় থেকে একটি কারখানায় কাজ করতেন।
আবু বক্করের ভাই আজগর হোসেন জানান, কারখানায় রাত্রিকালীন ডিউটি শেষে সকালে বাসায় ফেরার সময় একটি ট্রাক বক্করকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে বলেও জানান ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া।
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৭/এনায়েত করিম