হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর দেহ তল্লাশি করে ১০ স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। এসময় মো. আব্দুল মোনায়েম নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান। তিনি বলেন, সকাল ১১টায় চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-০১২২) শাহজালালে অবতরণ করেন যাত্রী মোনায়েম। পরে অভ্যন্তরীণ আগমনী পয়েন্ট পার হওয়ার পরে তার অন্তর্বাস থেকে এ স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। যার ওজন ১১৬০ গ্রাম।
ড. মইনুল খান আরও জানান, বিমানের ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে সকালে ঢাকায় আসে। ধারণা করা হচ্ছে আকাশপথে মাস্কাট থেকে আগত কোনো যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের মূল্য ৫৮ লাখ টাকা।
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৭/এনায়েত করিম