চট্টগ্রাম বন্দর ব্যবহারকারি শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) দাবির পক্ষে সমর্থন জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। আজ বন্দর থানার নিমতলা বিমান চত্বরে শ্রকিদের সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ সমর্থনের কথা জানান।
শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, নৌ-মন্ত্রীর নির্দেশনা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী উইন্সম্যানদের বন্দরের শ্রম শাখায় অন্তর্ভুক্তি, কর্মক্ষেত্রে আঘাত পাওয়া শ্রমিক কর্মচারীদের চিকিৎসা সুবিধা ও চিকিৎসাকালীন দৈনিক জীবিকাভাতা প্রদান, গ্রুপ ইন্স্যুরেন্স বাস্তবায়ন, জেনারেল কার্গো বার্থের শ্রমিকদের জন্য টনেজ ভিত্তিতে মজুরি নির্ধারণ, দুই সেট করে গ্রীষ্ম, বর্ষা ও শীতকালীন পোশাক প্রদান ইত্যাদি।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন শ্রমিকদের সমাবেশে বলেন, ২০১০ সালে বন্দর শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও পেশাগত সুযোগ-সুবিধা আদায়ে যে দাবি পূরণের অঙ্গীকার ছিল সুদীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা আজও পূরণ করা হয়নি। তাদের ঘামে ভেজা পরিশ্রম, নিষ্ঠা আর দক্ষতার ওপর ভর করে চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। বন্দরের ল্যাসিং, আনল্যাসিং, ডক শ্রমিকসহ সব শ্রমিকের পক্ষ থেকে উত্থাপিত ১৪ দফা দাবি আদায়ে বন্দর কর্তৃপক্ষ ও মালিক পক্ষকে সমন্বিত ও আন্তরিক ভাবে দায়িত্ব নিতে হবে।
তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, যেসব দাবি আদায়ে ১৫ দিনের আল্টিমেটাম ঘোষণা করেছেন। সেই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে বন্দর চেয়ারম্যান ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করব। মনে রাখবেন, আপনাদের দাবি পূরণে আমি আপনাদের সঙ্গে একাত্ম আছি।
সংগঠনের সভাপতি মোহাম্মদ মীর নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী। বক্তব্য রাখেন, সিবিএর সিনিয়র সহসভাপতি মো. হাসান, মো. নুরুল আবছার, নুরুল আমিন ভূঁইয়া, দুলাল মিয়া, আইয়ুব দোভাষ, সাধারণ সম্পাদক মো. আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস, আবু বক্কর চৌধুরী বাপ্পী, আমিনুল ইসলাম ভূঁইয়া, মো. জানে আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার