‘রংপুরের ঘটনার উস্কানীদাতা ও প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে। ধর্মীয় আপত্তিকর মন্তব্য ও ছবি ফেসবুকে পোষ্ট করার অপরাধে রাকেশ মন্ডল ও টিটু রায়কে গ্রেফতার করা হয়নি। উপরন্তু, এ ঘটনার প্রতিবাদ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওঃ আসাদুল্লাহ হামিদীকে জড়িয়ে বিভ্রান্তকর তথ্য প্রচার করা হচ্ছে।’
সোমবার বিকালে খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এতে লিখিত বক্তৃতা পাঠ করেন সংগঠনের নগর শাখার সভাপতি মাওলানা মোজাম্মিল হক। এসময় জেলা শাখার সভাপতি মাওঃ আব্দুল্লাহ ইমরান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ আসাদুল্লাহ হামিদী জানান, ‘আমাকে ঘিরে মিথ্যাচার করা হয়েছে। সিলেটের রাকেশ মন্ডল ফেসবুকে ধর্মীয় আপত্তিকর মন্তব্য করে আর রংপুরের টিটু রায় ওই মন্তব্যটি বাংলাদেশ টিনএজার নামে একটি ফেসবুক গ্রুপে শেয়ার করেন। একজন হিন্দু ধর্মালম্বী হওয়ার কারণে হয়তো টিটু রায়ের গ্রামের মানুষ ক্ষেপেছে। অথবা তাদেরকে ক্ষেপানো হয়েছে।’
মাওঃ আসাদুল্লাহ হামিদী বলেন, ‘সহিংসতার ঘটনায় কোনভাবেই আমাকে দোষারোপ করা যায় না। কোন ঘটনার কারণ অনুসন্ধান করার আগে কাউকে দোষারোপ করা ঠিক নয়।’
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ জানান, ধর্মীয় আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, ধর্মীয় আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে গত ১০ নভেম্বর রংপুরের ঠাকুরপাড়া গ্রামে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন