চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কে বাসচাপায় নুরুল আমিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত জেলা পুলিশের এএসআই আমান উল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় তাকে সকালে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার