চট্টগ্রামে একনলা বন্দুকসহ এক অটোরিকশাচালককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মিজানুর রহমান (২৮)। সে নোয়াখালীর চর জব্বার এলাকার আবুল বাশারের ছেলে।
সোমবার দিবাগত রাতে বন্দরনগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, মিজান অটোরিকশা চালানোর আড়ালে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল রাতে বাহির সিগন্যাল এলাকায় অবস্থান নেয়। এ সময় কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে বহদ্দার হাটের দিকে আসা একটি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অটোরিকশাটি আটক করে তল্লাশি করলে চালকের সিটের নিচে একটি কালো ব্যাগে রাখা একনলা বন্দুক পাওয়া যায়।
তিনি আরও বলেন, বিভিন্ন স্থান থেকে অস্ত্র সংগ্রহ করে নগরীতে এনে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে মিজানুর।
বিডিপ্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৭/ ই জাহান