ট্রাফিক পুলিশের হাতে বাস কাউন্টারের কারণীক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। এ ঘটনায় মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীন ৩৮টি রুটের বাস চলাচল বন্ধ থাকে।
পরিবহন শ্রমিকরা জানায়, সকালে রূপাতলী বাস টার্মিনালের পাশে বাকেরগঞ্জ রুটের টিকেট কাউন্টারের কারণীক ইমরান হোসেনকে মারধর করে ট্রাফিকের একজন সার্জেন্ট। এ সময় কাউন্টারে ভিতরে থাকা আসবাবপত্র ভাংচুর করে সে। এ ঘটনার প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন টার্মিনালের শ্রমিকরা।
বরিশাল মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ জানান, ভুল বোঝাবুঝির ঘটনা নিয়ে অল্প সময়ের জন্য বাস চলাচল বন্ধ ছিলো। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বাস চলাচল শুরু হয়।
ট্রাফিক পুলিশের একটি সূত্র জানায়, বাস কাউন্টারটি রাস্তার পাশে থাকায় যাত্রী ও যানবাহন চলাচলে অসুবিধা হতো। তাই কাউন্টারটি সরিয়ে নিতে বাস মালিকদের অনুরোধ করেছিলো পুলিশ। কিন্তু কাউন্টারটি তারা সরিয়ে না নেয়ায় ট্রাফিক পুলিশ সরিয়ে দিতে চাইলে এই ঘটনা ঘটায় তারা।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৭/হিমেল