নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার কুমিল্লা নগরীর বিষ্ণুপুরে খায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল (প্রস্তাবিত) ও ডায়াবেটিক সেন্টারে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মজিবুর রহমান।
বিশ্ব ডায়াবেটিস দিবসটিতে এবারের প্রতিপাদ্য ছিল ‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আতাউর রহমান জসিম। অনুষ্ঠানে প্রায় ৩শ' জনকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
এদিকে কুমিল্লা ডায়াবেটিক সমিতির উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. মজিবুর রহমান। এর আগে টাউন হল মাঠ এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি এবং কুমিল্লা ডায়াবেটিক হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডা. মোঃ শাহআলম প্রমুখ।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৭/হিমেল