সিলেট নগরীর চৌহাট্টাস্থ সরকারি আলিয়া মাদরাসার সামনে ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে নগরীর কাতোয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
কোতোয়ালী থানার এসআই লোকমান আহমদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হবে জানিয়ে এসআই লোকমান জানান, আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৭/হিমেল