রাজধানীর বনানীতে মুন্সি ওভারসিজ নামের একটি রিক্রুটিং এজেন্সির অফিসে ঢুকে সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে ঘটনাস্থলে প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হোসেনের (৫০) মৃত্যু হয়েছে। নিহত সিদ্দিক হোসেনের বাড়ি টাঙ্গাইলে। তার বাবার নাম মৃত আয়নাল আলী।
মঙ্গলবার রাতে বনানী চার নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির ওই অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন মির্জা পারভেজ (৩০), মোখলেসুর রহমান (৩৫) ও মো. মোস্তাফিজুর রহমান (৩৯)। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ জানান, বনানীতে একটি অফিসে সন্ত্রাসীরা হামলা চালালে একজন নিহত ও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৭/হিমেল-তাফসীর