রাজধানীর বনানীতে মুন্সি ওভারসিজ নামের একটি রিক্রুটিং এজেন্সির অফিসে ঢুকে সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে ঘটনাস্থলে প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হোসেনের (৫০) মৃত্যু হয়। ব্যবসায়ীক দ্বন্দ্বের জেরে সিদ্দিক হোসেনকে হত্যা করা হয়েছেন বলে অভিযোগ তার পরিবারের।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বনানী চার নম্বর রোডের ১১৩ নম্বর বাড়িতে রিক্রুটিং এজেন্সির অফিসে ঢুকে চারজন মুখোশধারী সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি চালায় । এ ঘটনায় নিহত সিদ্দিক হোসেন ছাড়াও আরও তিনজন আহত হন। আহতদের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সিদ্দিকের মরদেহ ইউনাইটেড হাসপাতালের মর্গে রাখা হয়।
এদিকে সিদ্দিকের নিহত হওয়ার খবর শুনে পরিবারের সদস্যসহ আত্মীয় স্বজন হাসপাতালে ছুটে আসেন। নিহতের এক আত্মীয় বলেন, দুই মাস আগে কোন এক ব্যবসায়ী সিদ্দিক হোসেনকে হত্যার হুমকি দিলে উত্তরা পূর্ব থানায় একটি জিডি করেন তিনি। কে খুন করেছে তা জানি না। তবে ব্যবসায়িক কারণে তাই হত্যা করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।
নিহত সিদ্দিকের মেয়ে স্বপ্না আহাজারি করতে করতে বলেন, আমার বাবার পিছনে অনেক শত্রু ছিলো। তারাই খুন করেছে। বাবার হত্যা বিচার চাই।
বনানী থানার এসআই মোহাম্মাদ আব্দুল মালেক বলেন, যেখানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা আদম ব্যবসার অফিস। আদম পাঠানোর অফিসগুলোতে ব্যবসায়িক স্বার্থে নানা ঘটনা থাকে। আমরা তদন্ত করে দেখছি। অফিসের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হবে। তদন্ত সম্পূর্ণ হলেই বলা যাবে কেন এই হত্যাকাণ্ড।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৭/তাফসীর